রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া যৌতুকামার রোডের আজ ২৯শে সেপ্টেম্বর রোজ শুক্রবার ওঁকারেশ্বর মঠ ও মিশনে শ্রী শ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ(জ্যোগীশিস)এর সাবেক গঠিত রাঙ্গুনিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অভিষেক ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মঠাধ্যক্ষ, শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ওঁকারেশ্বর মঠ ও মিশনে প্রতিষ্ঠাতা ও জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ(জ্যোগীশিস)এর প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ ও বিভিন্ন মঠ মন্দিরের পরিচালকগণ এবং জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ(জ্যোগীশিস) এর রাঙ্গুনিয়া কমিটির উপদেষ্টা,পুণর কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ সহ অএ এলাকার সনাতনী নারী -পুরুষ উপস্থিত ছিলেন।