মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর নগরভবন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবুল খায়ের।
দোয়া মাহফিলে রাসিকের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, মামুন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-সচিব তৈমুর হোসেন, সহকারী প্রকৌশলী সাঈদ আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বৃহস্পতিবার বাদ জোহর নগরীর সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।