তহবিল পাস নিয়ে শাটডাউনের মুখে পড়তে বসেছিল যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে এসে আগামী ৪৫ দিনের জন্য বিলটি পাসে সম্মতি হয়েছে মার্কিন সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এতে অচলাবস্থা এড়ালো বাইডেন প্রশাসন।
শাটডাউন এড়াতে স্থানীয় শনিবার হাউজ অব রিপ্রেজেনটেটিভে বিলটি ৩৩৫-৯১ ভোটে পাস হয়। একইদিন সিনেটে পাস হয় ৮৮-৯ ভোটে। রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরদের বেশি সমর্থন পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট বিলটিতে সই করলে আইনে পরিণত হবে। বিলটি পাস হওয়ায় আরও ৪৫ দিনের জন্য তহবিল পাবে যুক্তরাষ্ট্রের সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলো।
সরকারকে তহবিল দেওয়ার জন্য শনিবারের সময়সীমার ঠিক এক দিন আগে বিলটি হাউজে পাস হতে ব্যর্থ হয়। এমন অবস্থায় সরকারের শাটডাউন ঠেকাতে ভোটের আয়োজন করা হয়। পাস না হলে বেতন ছাড়াই কাজ করতে হতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। অনেককে ছুটিতে পাঠানো হতো। গত এক দশকে যুক্তরাষ্ট্রে এটি হতে যাচ্ছিল চতুর্থ শাটডাউন।
মার্কিন প্রতিনিধি পরিষদ স্বল্পমেয়াদী তহবিল চুক্তিতে সম্মত হওয়ায় নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। তবে বিলটিতে ইউক্রেনের জন্য কোনও নতুন সহায়তা নেই বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় ২০১৮ সালের জানুয়ারিতে ৩ দিনের জন্য শাটডাউন ছিল যুক্তরাষ্ট্র। বাজেট সংক্রান্ত একটি বিল পাস নিয়ে সিনেটররা একমত না হওয়াকে কেন্দ্র করে সেই সময় অচলাবস্থা তৈরি হয়েছিল। শাটডাউনের সময় জরুরি নয় এমন সরকারি কর্মচারীদের সাময়িক ছুটি বা অস্থায়ী বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছিল। শুধু জনগণের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তায় নিয়োজিত বিভাগগুলোকে শাটডাউনের জরুরি বিভাগ হিসেবে খোলা রাখা হয়েছিল। এতে ৮ লাখ কর্মচারী বেকার হয়ে পড়েছিল।