বিশ্বের অন্যতম সুশৃঙ্খল বাহিনী লিখে গুগলে সার্চ দিলে আমরা দেখতে পাই বাংলাদেশ আনসার বাহিনী নাম আনসার বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাথে আমি মাঠ পর্যায় থেকে জড়িত, আমি যখন এসিল্যান্ড ও ইউএনও এবং জেলা প্রশাসক ছিলাম তখন আপনাদের সাথে প্রত্যক্ষভাবে অনেক কাজ করেছি এবং এই বাহিনীর কার্যক্রম দেখেছি। আমি জেলা প্রশাসন থাকাকালীন সকল মাদক অভিযানে আনসার বাহিনী কাজ করছে। তাই মাঠ পর্যায়ে কাজ করা আনসার বাহিনীর ভূমিকা অনস্বীকার্য- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ এর জেলা সমাবেশ – ২০২৩ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
০২ অক্টোবর নগরীর টাউন হল মোড়ে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহের আয়োজনে জেলা সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ( অতিরিক্ত আইজিপি পদন্নোতি প্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য বিপিএম, বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ কমান্ডার ড. মো: সাইফুর রহমান, ময়মনসিংহ র্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, ৬ আনসার ব্যাটালিয়ান জারিয়া,পূর্বধলা, নেত্রকোনা পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার। জেলা সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহের জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস বিএএমএস। সমাবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং বিশেষ কাজে অবদান রাখায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।