বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাচনাবাজার ইউনিয়নে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে একটি র্যালী দুর্লভপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে সাচনাবাজার ইউনিয়ন পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনে- সাচনা বাজার ইউনিয়ন কন্যা শিশু এডভোকেসী ফোরাম, সহযোগিতায়- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজার ইউনিয়নের কন্যা শিশু এডভোকেসী ফোরাম এর সভাপতি কল্পনা আক্তার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কন্যা শিশু এডভোকেসী ফোরামের সভাপতি বিনা রানী তালুকদার। বিশেষ অতিথি সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া, ইউপি সচিব মো: নুরুল আমিন, ভিডিটি কমিটির সভাপতি মো: মঞ্জুরুল হক আফিন্দী, সুজন এর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সুজনের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক আহমেদ তালুকদার, নারী নেত্রী জাহানারা আক্তার, আম্বিয়া খাতুন সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া বলেন, আজজের শিশুরা আগামী দিনের ভবিষ্যত, তাই শিশুদের প্রতি আন্তরিক হোন, শিশুরা যে পথে দাবীত হবে সেই পথে শিখে উঠবে, তাই সন্তানের দায়ীত্ব অভিভাবকের। অভিভিবকরা সচেতন হতে হবে।
প্রধান অতিথি বিনা রানী তালুকদার বলেন, কন্যা শিশুদের প্রতি যত্নবান হোন, কন্যাদের সুরক্ষা রাখুন, বাল্য বিবাহকে না বলুন। সকল কন্যা শিশুদের প্রতি আশিবাদ ও শুভ কামনা। তিনি আরও বলেন, মা ও মেয়ে একে অন্যনের পরিপুরক তাই মাদের খেয়াল রাখতে হবে তারা যেন সঠিক সুন্দর পথে চলে,বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার।