ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরিক্ষিত নেতাদের বাদ দিয়ে রাজাকার সন্তান, বহিস্কৃত, বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের নিয়ে ফেইসবুকে প্রকাশিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় নেতাদের অনিয়মের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (০৩অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি, জেলা শ্রমিকলীগ নেতা রাকিবুল ইসলাম শাহীন, সাবেক ছাত্রনেতা ও শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের ছেলে জাহাঙ্গীর খান, সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ রানা, সাবেক ছাত্রনেতা প্রদীপ ভৌমিক, সাবেক নেতা রফিকুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ রাজু, ছাত্রনেতা আতাউর রহমান টিটু, সাবেক ছাত্রনেতা রেজাউল আলম ভুলু, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের সাবেক সদস্য আরিফুল হক লিটন, সাবেক ছাত্রনেতা রাহাত হোসেন টিটু, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এড. ফারামার্জ নূর রাজিব, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিনার হোসেনসহ পদবঞ্চিত মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানী বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। কিন্তু স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা কমিটিতে স্বাধীনতাবিরোধী সেই রাজাকার পরিবারের সদস্যরা পদ পাবে এটা কোনোভাবেই মেনে নেওযা যায় না। আমরা অতিবিলম্বে জেলা কমিটি থেকে রাজাকারের সন্তানদের নাম বাদ দিয়ে ত্যাগী নেতাদের স্থান করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরিক্ষিত নেতাদের বাদ দিয়ে রাজাকার সন্তান, বহিস্কৃত, বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের নিয়ে ফেইসবুকে প্রকাশিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় নেতাদের অনিয়মের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছি এবং অচিরেই রাজাকারের সন্তানদের নাম এবং অনুপ্রবেশকারী হাইব্রিডদের নাম বাদ দিয়ে ত্যাগী নেতাদের স্থান দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।