পরিবর্তনশীল গতিপথ রুপান্তরিত শিক্ষা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে সামনে বঙ্গবন্ধু ম্যুরাল শুভ উদ্ভোধন করেন- সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উদ্ভোদনের পর শিক্ষক সমিতির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনে- জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার এর সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা একাডেমী সুপার ভাইজার আব্দুল মুকিত। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জিতোন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন,
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি অতুল চন্দ্র তালুকদার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সাফিজ উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লেইছ প্রমুখ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বঙ্গবন্ধুর হাতে স্বাধীনতা, কন্যার হাতে দেশ, উন্নয়নের বাংলাদেশ। বিশ্বনেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আর স্মার্ট বাংলাদেশ এর কারিগর শিক্ষক বৃন্দ। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। সকল শিক্ষার্থীদের শিক্ষক ছাড়া, শিক্ষা অর্জন করা সম্ভব নয়, সকল শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাওর ভাতা অচিরেই হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।