বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মৎস্য অধিদপ্তরের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙামাটির আওতায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন দিন ব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর ) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ‘কার্প জাতীয় মাছের মিশ্রচাষ’ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা
অভিজিৎ শীল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
সরাইলে টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড দোকানপাট বসত ঘরবাড়ি
প্রশিক্ষণ প্রদান করেন বান্দরবান সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রহমান নাইক্ষ্যংছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ, ক্ষেত্র সহকারী মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল বলেন, প্রশিক্ষনে মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রচুর মাছের চাহিদা রয়েছে। মাছ চাষের জন্য প্রচুর পুকুর, ডোবা নালা রয়েছে একটু সংস্কার করে মাছ চাষ করা যায়। পরিকল্পিত ভাবে মাছ চাষ করলে কোন লোকসান হয় না। তাই এই প্রশিক্ষন কাজে লাগাতে হবে।
উক্ত প্রশিক্ষনে ২০ নারী পুরুষ অংশ গ্রহন করেন এই প্রশিক্ষণ ৭-৯ অক্টোবর পর্যন্ত চলবে।