কবি মোঃ আমির ফাহাদ ২০০৪ সালে ৫ অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের কাঁচুরী গ্রমের মধ্যবিও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ হাবিবুর রহমান ও মাতার নাম মোছাঃ রহিমা বেগম। দুই ভাই এর মধ্যে আমির ফাহাদ ছোট। আমির ফাহাদ সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে SSC o সাতবাড়িয়া ডিগ্রি কলেজ থেকে HSC পাস করেন / বই পড়া এবং গল্প কবিতা ছড়া লেখার প্রতি ছোটবেল থেকেই তার তীব্র ইচ্ছা ছিলো। তিনি রক্তদান সহ বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। অসহায় মানুষের জন্য কাঁদে তার প্রাণ।
কবিতা: ডেঙ্গু ২০২৩
লিখেছেন : মোঃ আমির ফাহাদ
ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বাড়ছেদিন দিন শহর গ্রামাঞ্চলে।
চিকিৎসক সহ বহু মানুষ মারা যাচ্ছে অকালে।
বর্ষা মরশুমে এই রোগচোখে পড়ে বেশি।
সতর্ক থাকতে হবেআশেপাশের সকল প্রতিবেশী।
মশার মধ্যে এডিস মশা ডেঙ্গু জ্বরের মূল।
ডাক্তার দেখাতে অবহেলাকরবেন না কেউ ভুল।
ভোরবেলা ও সন্ধ্যার পূর্বেকামড়ায় জোরে সুরে,
এদের প্রকোপ থেকে বাচ্চাদেরকে রাখতে হবে দূরে।
হাতে পায়ে নারকেল তেলনিয়মিত হবে মাখতে।
সাবধান হও সকলে এই মশার কামড় থেকে বাঁচতে।
ডেঙ্গু জ্বরের লক্ষণ হলো জ্বর যে আসে ভীষণ।
করো যদি অবহেলা হতে পারে মরণ।
জ্বালা, চুলকানি কাঁপুনির সাথে বমি হবার কথা।
সাথে থাকে মাথা চোখ মেরুদন্ডের হাড়ের ব্যথা।
মশারি টাঙিয়ে ঘুমাতে গেলে দূরে থাকবে মশা।
সচেতন থাকলে আসবে না ঘটবে না দুর্দশা।
মশার রাজা ডেঙ্গু হলো অতি সাংঘাতিক।
কামড়ে বাড়ে অসুখ বিসুখ মৃত্যু মর্মান্তিক।
খেতে পারো এই রোগে পেঁপে পাতার রস।
পেয়ারা পাতার জুস নাকি এরোগ প্রতিরোধের বস।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে প্রত্যেককে নিয়মিত।
জল জমতে না দিলে ডেঙ্গু হবে বিতারিত।।