ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কমার্স কলেজের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকালে নগরীর টাউন হল অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিনের সভাপতিত্বে ময়মনসিংহ কমার্স কলেজের শিক্ষক নাহিদ মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নাছিমা আক্তার, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিন।অতিথির বক্তব্যে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ময়মনসিংহ কর্মাস কলেজের নবীন ছাত্রদের প্রতি মাদক মুক্ত থাকার জন্য, সোশ্যাল মিডিয়ায় আসক্তি হতে বিরত থাকার জন্য, বাল্য বিয়ে, কিশোর গ্যা এবং ইভটিজিং থেকে বিরত থেকে নিজেদেরকে যোগ্য করে গড়ে ওঠার প্রয়াসে লেখাপড়ায় মনোনিবেশের জন্য আহ্বান জানান।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,২নং ফাড়ির ইন্সপেক্টর রাসুল সামদানী আজাদ, ময়মনসিংহ কমার্স কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।