রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গলহালীয়া ইউনিয়নয়নে বাঙ্গালহালিয়া বাজারে আজ ১০শে অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় মাইকিং এ প্রচার-প্রচারণা করে কৃষক ভাইদের সচেতন করেন। ধানে বাদামী গাছ ফড়িং,সাদা পিট গাছ ফড়িং, ব্লাষ্ট ও লালচে রোগ আসতে পারে। তাই ব্লাস্ট রেগ দমনে,, ট্রুপার, নাটিভো।পাতা মোড়ানো পোকা দমনে ডারসভার,নাইট্রো,লাল রোগ দমনে ব্যাকট্রোল,ব্যাকট্রো বান,বাদামে গাছ ফড়িং-সাদা পিট গাছ ফড়িং দমনে প্লে নাম,নাইট্রো,তড়িত,কাটার্ব।মাঝরা পোকা দমনে ভিরতাকো,নাইট্রো,খোল পোড়া রোগ দমনে, এমিস্টর টপ,কন্টাফ,উপরে উল্লেখিত ঔষধ আক্রান্ত জমিতে প্রয়োগ করলে দ্রুত রোগ ও পোকা দমন করা যাবে প্রচার করেন।
উক্ত প্রচারনায় অংশ গ্রহন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা কাজল নাথ।