বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ মাটি চাপা পড়ার আধাঘন্টা পর শ্রমিককে জীবিত উদ্ধার বোয়ালমারীতে তারুণ্য মেলা অনুষ্ঠিত  রাজস্থলীতে দুই অবৈধ ইটভাটা বন্ধ,এক লাখ টাকা জরিমানা। মোংলায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত । ঈদগাঁও চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের যুব রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিটের আয়োজনে যুবসেচ্ছাসেবকদের মিলনমেলা ঘাগড়া কলেজের আয়োজনে “তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৬৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল এর বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ পাঁচবিবিতে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

লংগদুতে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা বাঙালিদের বাড়ি ঘরের উপর হামলা ও ভাঙচুর।

মো.আলমগীর হোসেন ,লংগদু(রাঙ্গামাটি)
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪৯৬ Time View

রাঙামাটি জেলার লংগদুতে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক রাশেদ হোসেন নামে একজনের বাড়ি-ঘরে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটায় সশস্ত্র উপ সন্ত্রাসীরা।
জানা যায়, গত বুধবার (১১ অক্টোবর) লংগদু ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় সুনীল চাকমা ও সমীর চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল রাত সাড়ে ১০টার দিকে রাশেদ হোসেনের ঘর চারিদিক থেকে ঘেরাও করে। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা সোলারের লাইট বন্ধ করে দিয়ে ২টি ঘর ভেঙে মাটিতে গুড়িয়ে দেয় এবং ২টি ১০০ ও ৫০ ওয়াট সোলার ব্যাটারি, ৪টি গরু- যার মূল্য ৩ লাখ টাকা, ২টি মোবাইলসহ বাড়িতে রাখা ট্রাংক ভেঙ্গে সোনাসহ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে চাইলে পাহাড়ি সন্ত্রাসীরা রাশেদ হোসেন এর উপর হামলা করে এবং গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি প্রদান করে।
ভিকটিম রাশেদ হোসেন লংগদু ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামের গফুর মিয়ার ছেলে। এদিকে, এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অপরদিকে, সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নিজ ভূমি থেকে রাশেদকে উচ্ছেদ করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করা এবং ক্ষতিগ্রস্থ পরিবারের যথাযথ ক্ষতিপূরণসহ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, উক্ত জায়গাটি নিয়ে গত ২০১৬ সালে সুনীল কুমার চাকমার নামে মামলা হয়। ঐ বছরই কাগজপত্র মূলে রাশেদের বাবা গফুরের পক্ষে রায় আসে।
ঘটনা স্থলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে লংগদু জোন থেকে সেনাবাহিনীর একটি টিম ও এপিবিএন পুলিশ এবং লংগদু থানা পুলিশ পুরো এলাকা নিরাপত্তা জোড়দার করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানাযায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাথে সাথে আমাদের পুলিশ ঘটনা স্থলে গিয়েছে,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin