বাংলাদেশে অতি অল্প সময়ে যে কয়টি পত্রিকা মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে তার মধ্যে অন্যতম হলো দৈনিক কালবেলা। ময়মনসিংহে
দৈনিক কালবেলার ১ বছর পূর্তী উপলক্ষ্যে সোমবার বেলা ১২ টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আতাউল করিম খোকন এর সভাপতিত্বে ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন জিয়া, সাংবাদিক নেতৃবৃন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট সহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই মসিক মেয়র ইকরামুল হক টিটু অতিথিদেরকে নিয়ে কেক কেটে দৈনিক কালবেলার ময়মনসিংহ ব্যাুরো প্রধান উবায়দুল হক ও জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন কে কেক খাওয়ানো মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।