মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর একটি টিম সকাল প্রায় ১০ঃ০০ ঘটিকায় চট্টগ্রাম শহরের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে এলাকায় ঈগল মারছা বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম পাচারকালে আসামী মরিয়ম আক্তার প্রঃ স্বপ্না (২২) কে ৯০০ পিস ইয়াবা ও নুরজাহান বেগম (৪০) কে ৯৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আসামী- (০১) মরিয়ম আক্তার প্রঃ স্বপ্না (২২(গ্রেফতার), পিতাঃ মৃত আবু সৈয়দ, মাতাঃ মৃত জান্নাত আরা, সাংঃ চন্দ্রিমা মাঠ, সেলিম টাওয়ার, আদর্শ গ্রাম, ওয়ার্ড নং-০১, ০৫ নং ঝিলংজা ইউনিয়ন পরিষদ, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার।
আসামী- (০২) নুরজাহান বেগম (৪০) পিতাঃ মৃত নাজির হোসেন, মাতাঃ মৃত নুর আয়শা, স্বামীঃ মৃত ওসমান গনি, সাংঃ বৈদ্যঘোনা, খাজা মঞ্জিলপাড়া, ওয়ার্ড নং-০৯, কক্সবাজার পৌরসভা, থানাঃ কক্সবাজার সদর। এবং বর্তমান ঠিকানা -পূর্ব কলাতলী চন্দিমা মাঠ ঝিলংজা ১নং ওয়ার্ড় কক্সবাজার সদর। আরও এই নুর জাহান বেগম(৪০)সহ বড় ধরনের সিন্ডিকেট তাঁর সাথে আছে,বহুদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ব্যবসা করতেছে, এবং পূর্ব কলাতলী চন্দিমা মাঠের মধ্যে এই ইয়াবা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের লোকজন দিয়ে প্রভাব বিস্তার করে, কেউ কিছু বললে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে
গ্রেপ্তারের ভয় দেখায় এবং প্রকাশ্যে
প্রাণ নাশের হুমকি দেয় তারা।গোপন সূত্রে জানা যায় ককসবাজার কটেজ জোনে আয়ার চাকরি বেশ ধরে বিভিন্ন হোটেলেও ইয়াবা বিক্রি করিয়ে আসতেছিল, তাই এদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য প্রসাশনের প্রতি অনুরোধ জানিয়েছেন, জনসাধারণ মহল।