পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শামুকছড়ায় মোঃ হামিদের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মঙ্গলবার (৫ ডিসেম্বর)। খবর পেয়ে সাথে সাথে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তফা জাবেদ কায়সার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হোসাইন চৌধুরী,ওয়ার্ডের ইউপি সদস্য আপ্রুসিং মার্মা, মোঃ জিয়াবুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মোঃ কপিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যান পক্ষ থেকে সার্বিক ও আর্থিক সহযোগিতা করে পরিবারটিকে শান্তনা দেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি’সহ অনেক দেখতে যান।
সরেজমিনে জানা যায় বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যাটারি থেকে শর্ট লেগে আগুন ঘরের ভেতর থাকা সব আসবাবপত্রসহ, নগত টাকা, চাল, ডাল, ঘরের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে এখন এই পরিবার টি খোলা আকাশ নিচে। খবর পেয়ে প্রতিবেশী ঘটনা স্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে ।
ঘটনাস্থলে স্থানীয়রা বলেন, আজকে সকাল ১১টার সময় টিসিবি পণ্য আন্তে গেলে জান, ঐসময় এ’বাড়ি থেকে হঠাৎ করে ধোয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে আগুন জ্বলতে থাকে এসময় আমরা প্রাথমিকভাবে যে যার মতো করে বালতি দিয়ে পানি নিভানোর চেষ্টা করি,কিন্তু আগুন কোনো ভাবে নিয়ন্ত্রণ করা হয়।
কফিল উদ্দিন জানিয়েছেন, হঠাৎ সৌর বিদ্যুতের ব্যাটারি থেকে অসতর্কতাবশত আগুন ছড়িয়ে পড়ে তাদের বসতবাড়ি একেবারে পুড়ে যায়। বসতবাড়ি সেখানে তারা একটি দরিদ্র পরিবার বসবাস করত। চোখের সামনে সব কিছু পুড়ে এখন তারা নিঃস্ব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান
নুরুল হোসাইন চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা কিছুই বের করতে পারেনি। পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে ও সরকারী সহায়তা দেয়ার অনুরোধ কর হয়।