রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ছাইংখ্যং ব্রিজের আগে মেইন রাস্তার পাশে সরকারি স্থাপনা আই লাভ রাজস্থলী ব্রান্ড নেইমের ফলকটি কে বা কারা নষ্ট করে দিয়েছে।
রাঙামাটির ব্রান্ড নেইম আই লাভ রাঙামাটির মতো দৃষ্টিনন্দন স্থাপনা আই লাভ রাজস্থলী বিকৃত করে দিয়েছে দুষ্কৃতকারীরা। তবে কে বা কারা এই কাজটি করেছে তা এখন জানা যায় নি। ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে এমন কাজটি করেছে দুষ্কৃতকারীরা।
গত ৫ ডিসেম্বর মঙ্গলবার দিনের আলোতে স্থাপনাটি ভালো অবস্থায় দেখা যায়। তবে এক রাতের ব্যবধানে বুধবার (৬ ডিসেম্বর) স্থাপনাটিকে বিকৃত অবস্থায় দেখা গিয়েছে।
এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি।তবে কে বা কারা করেছে সেটা এখনো আমরা অবগত হইনি। আই লাভ রাজস্থলী স্থাপনাটির প্রতি হয়তো কোন গোষ্ঠীর খারাপ দৃষ্টি ছিলো। তাই তারা এই স্থাপনাটিকে সহ্য করতে পারেনি যার ফলে এমনটা করেছে তারা।
তবে এই বিষয়ে তদন্ত করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এর আগেও এমন ঘটনা ঘটতে দেখা যায় রাঙামাটির বডাদমে স্থাপিত আই লাভ রাঙামাটি স্থাপনা টিতেও।