বিভেদ নয়,ঐক্য চাই স্লোগানে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের(২০২৪-২৫)সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
৮ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসাস্থ মাতৃছায়া নিবাস অফিসে এক আলোচনা সভা সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকর কমিটি গঠন করা হয়। সভাপতি মনোনীত হলেন রেহেনা নোমান কাজল,সহ সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সহ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক আমীনুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব মুর্শেদ,ক্রীড়া সম্পাদক মো: কাউছার,ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মো: রোস্তম,দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম,কার্যকর সদস্য মো: আবদুল্লাহ মিয়াজী, মোহাম্মদ রিফাত ও মামুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ চার বছর ধরে এই সংগঠন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।