২০২২-২৩ কর বর্ষে সর্বোচ্চ করদাতা ক্যটাগরিতে সেরা করদাতা হিসেবে সম্মাননা পেলেন পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক প্রদীপ কান্তি দাশ। মঙ্গলবার সকালে চট্টগ্রামস্থ বঙ্গবন্ধু কনফান্সে হলে আয়কর বিভাগের উদ্যোগে আয়োজিত সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এ সম্মাননা তুলে দেন। চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহা পরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ প্রমুখ। ব্যবসার পাশাপাশি প্রদীপ কান্তি দাশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লামা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল পাহাড়ের কথা ‘পত্রিকায় প্রকাশকের দায়িত্ব পালন করছেন। তিনি লামা পৌরসভা এলাকার বাসিন্দা মৃত নিতাই পদ দাশ এর ছেলে। প্রসঙ্গত, ২০২২-২৩ কর বর্ষে প্রদীপ কান্তি দাশ সহ চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে চার ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।