অদ্য দুপুর ২:৩০মিনিটের সময় কক্সবাজার প্রেসক্লাবে
মুক্তিযুদ্ধের বিজয় উৎসব কমিটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
“মুক্তিযুদ্ধের বিজয় উৎসব -বাঙালীর ঐতিহাসিক উওরাধিকার”
এই স্লোগান ধারন করে কক্সবাজার সংস্কৃিতক কেন্দ্রে
আগামী ১৩,১৪,ও ১৫ ডিসেম্বর উৎসব অনুষ্ঠান হবে জানিয়েছেন কমিটির আহাবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল হোসেন চৌধুরী।সদস্য সচিব চিত্রশিল্পী
তানবীর সরওয়া রানা বলেন,১৯৭১ সালে সংগঠিত
বাঙালী গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি দাবি থাকবে এই উৎসবের মূল প্রতিপাদ্য। কক্সবাজার আর্ট ক্লাবের
উদ্যোগে এই উৎসবের আয়োজন থাকছে শিল্পীগান।
আরও মূল অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধাগন এবং
বাকী সকল সহযোগী।এবং উপস্থিত থাকবেন, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান,পৌরসভা মেয়র,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সদর উপজেলা কর্মকর্তা,রাজনৈতিক নেতা,বিভিন্ন সংগঠন, সরকারি -বেসরকারি কর্মকর্তাগান, বিভিন্ন কূটনৈতিকগন ও
ইলেকট্রিক মিডিয়া,প্রিন্ট মিডিয়া সাংবাদিকগন থাবেন।