চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজার এলাকায় কক্সবাজার মুখী মোটরসাইকেলের ধাক্কায় ছৈয়দ আহমেদ হাজী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি মধ্যম নাপিতখালী বাসিন্দা এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের পিতা। আহত মোটর সাইকেল চালকের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। ১৩ই ডিসেম্বর (বুধবার) বিকেলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত ছৈয়দ আহমেদ হাজী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কক্সবাজার মুখী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। একই সাথে চালকও আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে নিহত ছৈয়দ আহমেদ হাজীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেকে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে জানালেন ছেলে এডভোকেট সাহাব উদ্দিন। মরহুম ছৈয়দ আহমেদ হাজীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।