ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ঈদগাঁও উপজেলা প্রশাসন শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৬ই ডিসেম্বর সকালে কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নসহ বর্তমান সরকার গৃহীত বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। এতে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশমাতৃকার মুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ফুটিয়ে তোলা হয়।
সমাপনীতে বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।