গাইবান্ধা সাদুল্লাপুরে কৃষি অফিসের উদ্যোগে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর শাক সবজি ও বিভিন্ন ফলজ বৃক্ষের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
১৭ ডিসেম্বর রবিবার কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপুর ১২ টা থেকে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) প্রদর্শনীর কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মতিউল আলম, অতিরিক্ত কৃষি অফিসার মো: মাহবুবুল আলম বসুনিয়া, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: আব্দুর রব সরকার প্রমুখ।
এছাড়াও প্রতিটি ইউনিয়নের সকল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন থেকে আগত পুষ্টি বাগানের কৃষক কৃষাণী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের ১৫ জন করে মোট ১৬৫ জন কৃষক কৃষাণীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে। দেশের পুষ্টি চাহিদা পুরণে প্রধানমন্ত্রীর নেয়া এ মহত উদ্যোগের অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসের এ ধারা অব্যাহত থাকবে।
কৃষকদেরকে জমি অহেতুক ফেলে না রেখে নিত্য প্রয়োজনীয় শাক সবজির চাষ করার আহ্বান জানান তিনি।