নাইক্ষ্যংছড়িতে চুড়ান্ত ফলাফলে মোট ২৬ কেন্দ্রে বীর বাহাদুর নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৯৫৭২ ভোট আর লাঙ্গল প্রতীকের এ টি এম শহীদুল ইসলাম পেয়েছে ১৬ শত ভোট। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৬ কেন্দ্রে কোথাও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
রাতে ভোট গণনা শেষে এক ব্রিফিং এ তিনি আরো জানান,পাহাড়ি জনপদের কেন্দ্র গুলোতে দায়িত্বপালনকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানানোর পরপর তিনি এ উপজেলার চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন,নির্বাচন অফিসার আরমান ভূইয়া থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মানান,এনএসআই’র সহকারী পরিচালক
মোহাম্মদ আবুল হোসেন,আওয়ামী লীগ নেতা আবু তাদের কোম্পানী,সাংবাদিদ মাঈনুদ্দিন খালেদ ও সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল প্রমূখ।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার
মো:জাকারিয়াও বলেন,নাইক্ষ্যংছড়িতে ভোট সুষ্টভাবে শেষ হয়েছে। ৭ জানুয়ারী
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়িতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয।
নির্বাচন উপলক্ষ্যে রোববার সকালে শীত উপেক্ষা করে ৮ টায় ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছে। ৪ টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়। উপজেলায় ২৬টি ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৪৪ হাজার
৫ শ ৩৭ টি। পুরুষ ভোটার ২২৩২৭ জন
মহিলা ভোটার-২২২১০ জন। উপজেলার ৫ ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা-২৬ টি।
সরেজমিন পরিদর্নকালে দেখা গেছে,নাইক্ষ্যংছড়ি সদরের
তাংগারা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়,এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা- ৩ হাজার ৭ শত ১ ভোট। এখানে মোট কাস্টিং ভোট- ২৫৯৯ ভোট। এ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং পেয়েছে-২ হাজার ৩ শত ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে লাঙ্গল প্রতীক পেয়েছে ১৮৬ ভোট। বাতিল হয়েছে ৪৯ ভোট।
এদিকে অপর কেন্দ্র নাইক্ষ্যংছড়ি সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে, ২ হাজার ৭ শত ৭৬। এখানে ভোট কাস্ট হয়েছে-১ হাজার ৯ শত ৮২ টি। এ কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে- ১৯২৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে- ৬২ ভোট। বাতিল হয়েছে ২৩ ভোট।
এছাড়া অন্যান্য ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে কঠোর নিরাপত্তার চাঁদরে ঢাকা ভোট কেন্দ্র গুলোকে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক। তবে পাহাড়ি জনপদ গুলোতে উপজাতীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।