বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর টাউন হলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগের সভাপতি ও জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলামসহ প্রমুখ। আলোচনা শেষে সহস্রাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, জেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা শামীম, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।