আত্ম মানবতার সেবায় আল-নজির ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বন্যাকবলিত আলেম ওলামাদের নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
রবিবার (৮ সেপ্টেম্বর নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বন্যায় কবলিত জামে মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জেম,মাদ্রাসা শিক্ষকসহ দুস্থ এক হাজার মানুষের মাঝে সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন আল- নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. শাইখ আল্লামা হারুন আজিজি আন নদভী।
তিনি বলেন, আল-নজির ফাউন্ডেশন দীর্ঘকাল যাবত আলেম ওলামাসহ অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় এই আল-নজির ফাউন্ডেশন মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই নগদ অর্থ সহায়তা ও ত্রাণ সামগ্রী কর্মসূচি।
আল-নজির ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কর্মসূচি ছাড়া ও ইতিপূর্বে এলাকায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান, চিকিৎসা সেবা, অসহায়দের আর্থিক সহায়তা, বিভিন্ন এলাকায় বিশুদ্ধপানি ব্যবস্থা, ঈদ সামগ্রী, রমজান মাসে রোজারদের ইফতারীসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
আগামীতে ও এই সহযোগিতায় দরজা খোলা থাকবে বলে তিনি জানান। তবে তিনি এই সহযোগিতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুর রশিদ, আল-নজির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজিজুল হক মাক্কী।
এছাড়াও দিনব্যাপী সার্বিক সহযোিতায় ছিলেন বেগমগঞ্জ মারকাযুল হিদায়াহ মাদ্রাসার সম্মানিত শিক্ষকগন।