দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুরুতে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে নানা কর্মসূচি হাতে নেয় বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদপ্তর । তারই অংশ হিসেবে প্রায় দুই শতাধিক যুবকদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ম্যাচকি খাল পরিষ্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবুল বাশার পাটওয়ারি, বিপুল চাকম, এবং বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দরা।