আজ ২৯ নভেম্বর রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা টেক পাড়া গ্রামে বড় জাংছড়ি নদীতে একটি কাঠের সেতু শুভ উদ্বোধন করা হয়।
মৌলভীরকাটা নদীর পশ্চিম কূল এবং নদীর পূর্ব কূল দুই পাড়ে প্রায় দশ হাজার লোকের বসবাস। স্বাধীনতার পর থেকে এগ্রামে কোন উন্নয়নেট চোয়া লাগেনি। নদীর দুই পাড়ের মানুষের জীবন যাপন ছিল চরম অসহায়। একটি সেতুর অভাবে স্বাধীনতার পর থেকে কষ্ট পাচ্ছে হাজার ও মানুষ। বর্যা যখন শুরু হয় নদীর দুই পাড়ের মানুষের কষ্টের সীমা থাকে না।সামান্য ৫ মিনিটের পথ পৌঁছাতে তাদের দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হয়।তাই এলাকা বাসীর মহৎ প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে অনেক দিন পর তৈরি হলো তাদের সেই স্বপ্নের সেতু। এযেন দুই পাড়ের গ্রাম বাসীর মেলবন্ধন।
এ মহৎ শুভ উদ্বোধন কাজে এলাকার নারী-পুরুষ গন্যমান্য ব্যাক্তি সহ হাজারো লোক উপস্থিত ছিল।