রাতে নাইক্ষ্যংছড়ি হাসপাতাল পরিদর্শন করেন বান্দরবান জেলা পরিষদের নবাগত সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার নায়েবে আমির এডভোকেট আবুল কালাম। গত ২৯ নভেম্বর রাত ১১ টার দিকে তিনি পরিদর্শনে যান।এসয় তিনি হাসপাতালের ব্যবস্হাপনা চিকিৎসার মান ও পরিস্কার পরিচ্ছন্নতা স্বচক্ষে পরিদর্শন করেন।
এসয় টি এইস ও ডাক্তার আবু জাফর মোহাম্মদ ছলিম হাসপাতালের জনবল সংকটের কথা তুলে ধরেন।
এসয় তিনি বিভিন্ন রোগীর সাথে কথা বলেন।
নবাগত জেলা সদস্য বলেন রোগীদের প্রতি কোন প্রকার গাফিলতি সহ্য করা হবেনা।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সহকারী পি পি এডভোকেট আবু তালেব।এডভোকেট আবুহেনা মোস্তফা, শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি রফিক আহমদ প্রমুখ।