বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অবস্থিত লম্বাবিল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন উপলক্ষে বিশেষ সভা হয়েছে।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ২টায় শুরু নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী মাদ্রাসা পরিদর্শন শেষে বিশেষ সভায় বক্তব্যে তিনি বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা যাহাতে পিছিয়ে না পড়ে সেজন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান করেন তিনি আরও বলেন সরকারি ভাবে যে কোন বরাদ্দ কোন অবস্থাতে বৈষম্য করা হবে না ইনসাফ ভিত্তিক বরাদ্দ দেওয়া হবে। লম্ববিল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মাওলানা রফিক বসরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, প্রবীণ মুরুব্বী মাষ্টার ছালে আহমেদ, বাইশারী ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল করিম বান্টু,সদস্য সচিব আবুল কালাম, বিএনপির নেতা মোঃ সফি,
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুর রশিদ, সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, শামশুল আলম মাওলানা আহসান হাবিব প্রমূখ মাওলানা আবদুল গফুরের মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ সভা সমাপ্ত করা হয়।