আন্তর্জাতিক নারী দিবস’২০২৪ “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত।
খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৩২ সালের একই দিনে মারা যান এই মহীয়সী।দিনটি প্রতিবছর বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।
৯ ডিসেম্বর সোমবার নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত, বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১২ টায় উপজেলা পরিষদের মুল ফটক থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর ও সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে মিলিত হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনুর খাতুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ও বক্তব্য করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদয়ানুল হালিম। তিনি বেগম রোকেয়ার নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে বেগম রোকেয়ার অবদান তুলে ধরেন।
এ সময় আরো বক্তব্য প্রদান করেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপি’র সভাপতি এম এ হাফিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান,
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান, সহ উপজেলার মহিলা সমিতির সভাপতি ও জয়ীতা নারীরা।
এ সময় ৫ জন জয়ীতা নারীকে সম্মাননা ক্রেস্ট সনদ প্রদান করা হয়।