বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিক আকস্মিক পরিদর্শন করলেন নাইক্ষ্যছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোঃ ছলিম।
বুধবার ১২ ডিসেম্বর সকাল ১১ টায় বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, নারিচবুনিয়া স্বাস্থ্য ক্লিনিক, তিতার পাড়া স্বাস্থ্য ক্লিনিক, ক্যাংগারবিল স্বাস্থ্য ক্লিনিক ও আলীক্ষ্যং স্বাস্থ্য ক্লিনিক পরিদর্শন করেন। এসময় দ্বায়িত্ব প্রাপ্ত চিকিৎসকের দায়িত্ব পালনসহ নানা বিষয় যাচাই করেন এবং
স্বাস্থ্য সেবার উন্নতির জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।
এসময় উপস্থিত জরিনা বেগম (৬৭,) জানান তিনি দীর্ঘ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন তিনি আজকে স্বাস্থ্য কেন্দ্র থেকে ঔষধ পেয়ে অনেক খুশি হয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক পল্লব বড়ুয়া, হিসাব রক্ষক আবুল কালাম দৈনিক কর্ণফুলী পত্রিকা প্রতিনিধি আবদুর রশিদ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফা বেগম।