বুধবার( ১১ই ডিসেম্বর)২০২৪ খ্রিস্টাব্দ।বিকেল ৩:০০ ঘটিকার সময় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে জিএফএটিএম এর অর্থায়নে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্থাপিত PSA অক্সিজেন প্লান্ট এর হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন (ডা: মাকসুদা খানম) সহকারি পরিচালক, এম এন্ড পিডিসি, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা।
( ডা: আজিজুর রহমান) ইভ্যালুয়েটর, এম অ্যান্ড পিডিসি, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
( ডা: মো: মুশফিকুর রহমান) এপিডেমিওলজিস্ট, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
এছাড়া রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এর পক্ষ হতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার( ডা: শওকত আকবর খান) সহ- উক্ত মেডিকেলের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক, এবং হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীগণ।