নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কৃষ্ণ চন্দ্রকে প্রত্যাহারের দাবিতে উপজেলা ভূমি অফিস ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্ররা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে নাটোর রানী ভবানী রাজবাড়ী চত্বরে সদর উপজেলা ভূমি অফিস ঘেরাও করে তারা। এসময় বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, জনগণের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়, গাড়ী চালক কে দিয়ে কাজ করানো, নিয়মিতভাবে বাইরের লোক নিয়োগ করে কাজ করানো, অবৈধভাবে বৃন্দাবন মন্দির ইসকনকে প্রদান করা সহ নানা অনিয়মের অভিযোগে তাকে নাটোর সদর ভূমি অফিস থেকে ৭ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়। এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেবেন তারা। এসময় বৈষম্য বিরোধী ছাত্ররা নানা স্লোগান দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) আরিফুল ইসলাম ছাত্রদের শান্ত করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে ছাত্ররা সেখান থেকে চলে যান। এসময় সদর থানার ওসি মাহবুবুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত রাখেন।