শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমেনা কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না ফেরার দেশ পাড়ি দিলেন কাউখালী উপজেলা শ্রমিক দলের বিপ্লবি সভাপতি চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী টিটু রাম দে গ্রেফতার। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সচেতনতামূলক অনুষ্ঠান স্টুডেন্ট ফর সভারন্টির শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান নাইক্ষ্যংছড়ি বিজিবি’র যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক স্থানীয় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দুপাড়া মা মগদ্বেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব সম্পন্ন। বোয়ালমারীতে ট্রেনে কেটে নসিমন চালকের মৃত্যু শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন 

নাটোরে ঘোড়ার গাড়িতে শিক্ষকের বিদায়

নাটোর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

বিদায়ের সময়টা বেদনার হলেও, কোন কোন বিদায় চিরস্মরণীয় হয়ে স্মৃতিপটে এঁকে থাকে”। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোকলেছুর রহমান। এই শিক্ষকের অবসরগ্রহণ কে কেন্দ্র করে বিদ্যালয় কতৃপক্ষ এক অনাড়ম্বর ব্যাতিক্রম আয়োজন করে।
৩০ বছর আগে বাড়ি থেকে হেঁটে স্কুলে এসে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন খন্দকার মোকলেছুর রহমান। আর গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে ওই স্কুল থেকে ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা শেষে শিক্ষা জীবনের অবসর নিয়ে বাড়ি ফিরলেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রধান শিক্ষক খন্দকার মোকলেছুর রহমানের জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনা।
প্রধান শিক্ষকের বিদায়ী ক্ষণকে স্মরণীয় করে রাখতে তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ সকাল থেকেই আয়োজন করেন স্মৃতিচারণা অনুষ্ঠানের।
বর্ণিল সাজে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষের সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হায়দার রশিদ সোনা প্রমুখ।
ওই স্কুলের শিক্ষক রাজিব হাসান বলেন, এটাই এই বিদ্যালয়ের প্রথম শিক্ষকের বিদায় অনুষ্ঠান। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তাই বিদ্যালয়ের সকলের প্রত্যাশা ছিল একটা জমকালো অন্যরকম বিদায়ী সংবর্ধনার আয়োজন করা। এ জন্যই ঘোড়ার গাড়িতে করে ব্যাতিক্রম আয়োজনের মাধ্যমে তাঁকে বিদায় জানানো। তিনি একাধারে শিক্ষার্থীদের শিক্ষাদান ও প্রশাসনিক দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন। তিনি অন্য শিক্ষকদের কাছে আদর্শ ছিলেন।
শিক্ষার্থী মাঈশা আক্তার বলেন, প্রধান শিক্ষক শুধু বইয়ের শিক্ষার আলোয় ছড়ান নি, তিনি অভিভাবক হিসাবে তাঁদের ভালোবাসায় সিক্ত করেছেন।
প্রধান শিক্ষক খন্দকার মোকলেছুর রহমান উপজেলার তমালতলা হাজিপাড়া এলাকার বাসিন্দা।
বিদায়ী শিক্ষক খন্দকার মোকলেছুর রহমান বলেন, ” বিদায় বড় কস্টের হলেও ” আজ অনেক ভালো লাগছে। মাত্র তিনজন ছাত্রী নিয়ে শিক্ষা জীবন শুরু করে, বিদায়কালে এখন প্রতিষ্ঠানে ৪ শতাধিক ছাত্রী রেখে গেলাম। এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করে অনেকেই বড় বড় প্রতিষ্ঠানে আজ কর্মরত হয়েছেন। পরিশেষে তিনি অশ্রুসিক্ত কন্ঠে বাকী জীবনের কল্যাণ কামনায় সবার কাছে দোয়ার প্রার্থনা করে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin