১৩ ডিসেম্বর/২৪
দীর্ঘদিনের যাতয়াতের পথ তার কাটার বেড়া দিয়ে গাছ লাগানোর কারনে জয়পুরহাটের পাঁচবিবির প্রায় ১০’টি পরিবার ভোগান্তীর শিকার হয়েছে। এমন অমানবিক ঘটনা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পবাহার গ্রামে ঘটেছে। পরিষদের মেম্বার চেয়ারম্যান ও স্থানীয়রা ঘটনাটি মিটাতে না পারায় অবশেষে প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। থানায় লিখিত অভিযোগে জানাযায়, পবাহার গ্রামের মৃত মেহের আলী ছেলে হামিদুল ইসলাম ও প্রতিবেশীরা বলেন, দীর্ঘ ৪০’বছর থেকে আমাদের চলাচলের পথটি তার কাটার নেট দিয়ে ২’মাস আগে বন্ধ করেছে একই এলাকার মৃত নজর উদ্দিনের ছেলে ওমর আলী ভুট্টু তার ছেলে মতিয়ার হোসেন ও ওলিউল্লাহ্র স্ত্রী স্বাধীনা বেগম। মুলরাস্তা থেকে মাঠ-ঘাট ও বাজার করে আমরা বাড়িতে আসা-যাওয়া করতাম ওই পথেই। শত্রæতা করে যাতয়াতের পথে বেড়া দেওয়ায় রাস্তায় উঠতে আমাদের অনেক দূর ঘুরে আসতে হচ্ছে। বর্তমানে নিজ উদ্যোগে আমরা ড্রেনের উপর বাঁেশর সাকো তৈরী করে ঝুঁকিতেই ছোট-বড় ভুক্তভোগী পরিবারের লোকজন যাতয়াত করছি। স্বাধীনা বেগম বলেন, আমরা কারো জায়গা বা রাস্তা ঘিরিনি আমাদের জায়গা ঘিরেছি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী বলেন, এ বিষয়ে থানায় হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান ও স্থানীয়দের নিয়ে বৈঠক করে উভয় পরিবারের মধ্যে যদি কোন বিরোধ থাকে তা মিটানোর ব্যবস্থা করা হবে। সেই সাথে চলাচলের রাস্তার বেড়া অপসারন করার ব্যবস্থাও করা হবে বলেও জানান, ওসি মহোদয়