হবিগঞ্জের মাধবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো:জান্নাতুল বাকী’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ইমরুল হাসান , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাকিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, মো: ঝারু মিয়া প্রমূখ।