রাজশাহীর দূর্গাপুর মহিলা কলেজের আওয়ামীপ্ন্থী অধ্যক্ষ আব্দুর রবের নানা অনিয়মের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই কলেজের ভুক্তভোগী শিক্ষকরা।
বুধবার বেলা বারোটার দিকে নগরীর শিরোইল পুবালী মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনুর রহমান লিখিত বক্তব্য বলেন, অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুর রব আ.লীগের সময়ে কোন পূর্ব অভিজ্ঞতাই ছাড়া নিয়ম বহির্ভূত ভাবে কলেজের অধ্যক্ষ নিযুক্ত হোন।এরপর থেকেই নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে । শুধু তাই নয় ভূগোল বিষয়ে প্রথম নির্বাচিত প্রভাষক শাহিনুর রহমানকে বাদ দিয়ে দ্বিতীয় নির্বাচিত প্রভাষক রহিদুল ইসলামকে সমন্বয় করে বেতন করিয়েছেন তিনি । বেতন অনুমদন করানোর অজুহাতে স্নাতক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত প্রায় সকল শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক অধ্যক্ষ।তার সকল অপকর্ম থেকে বাঁচাতে স্থানীয় বিএনপি নেতারা তাকে সহোযোগীতা করছেন বলেও অভিযোগ করা হয়।এমন পরিস্থিতিতে কলেজের এ্যাডহক কমিটি গঠন এবং অধ্যক্ষ আব্দুর রবের অনিয়মের সুষ্ঠ তদম্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান ভূক্তভোগী শিক্ষকরা।