শেরপুরের শ্রীবরদী উপজেলার ৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের খন্চেপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় ৷ দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছে দেশের অন্যতম ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৮ ডিসেম্বর বুধবার রাতে খন্চেপাড়া বাজার সংলগ্ন গবরীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আলহাজ্জ নুরুজ্জামান বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম মিষ্টার ৷ এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা জামায়াতে ইনলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম ৩নং কাকিলাকুড়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবু শাহমা।
উক্ত কর্মী সম্মেলনে ৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের আংশিক পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।