বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর বাংলার রাষ্ট্রনায়ক তারেক জিয়াকে আদালত মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপি ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মিরা আনন্দে একে-অপরকে জড়িয়ে ধরে উচ্ছাস প্রকাশ করেন। নেতার মুক্তির সংবাদ পেয়ে উপজেলার সকল ইউনিট থেকে দলে দলে নেতাকর্মিরা বিএনপির দলীয় কার্যালয়ে ছুটে আসেন। সন্ধ্যার পর পাঁচবিবি শহরের প্রধান সড়কগুলোতে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় পথচারিদের মাঝে ও কার্যালয়ে আগত নেতাকর্মিদের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়েছে। ২০১৪ সালে লন্ডনে অবস্থানকালে তারেক জিয়ার একটি বক্তব্যের জের ধরে বর্তমানে নিষিদ্ধঘোষিত জয়পুরহাট জেলা ছাত্রলীগের সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের আদেশে ২০১৫ সালে জয়পুরহাট থানা রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি আদালত নথিভুক্ত করেছিল। রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গতকাল বুধবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় খালাসের আদেশ দেন। তারেক জিয়ার পক্ষের আইনজীবী মোঃ নাজমুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। মামলার বাদী উপস্থিত না থাকায় আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলা থেকে খালাস সহ মামলাটি খারিজ করে দিয়েছে। পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ সাইফুল ইসলাম ডালিম বলেন, দেশনেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তার রাজনৈতিক জীবন ধ্বংস করতে চেয়েছিল ফেসিষ্ট আওয়ামীলীগ সরকার। ছাত্র-–জনতার বিপ্লবের পর অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠা পাওয়ায় আমরা আজ সঠিক রায় পেয়েছি। আমাদের প্রিয় নেতার মুক্তির আনন্দে আমরা জিয়ার সৈনিক বিএনপি পাগল কর্মিরা উচ্ছাস প্রকাশ করছি, আনন্দ মিছিল করছি ও খুশিতে মিষ্টি বিতরণ করছি।