কক্সবাজারের ঈদগাঁওর একটি স’মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও, বিমল চাকমা ৩১ ডিসেম্বর বিকেলে এ অভিযান চালান। অর্থদণ্ডপ্রাপ্ত করাত কলটি হচ্ছে মিজানুর রহমানের মালিকানাধীন। এর অবস্থান হচ্ছে ঈদগাঁও বাজারের বাঁশঘাটা এলাকায়। স’মিলে গাছ প্রবেশ ও নির্গমনের রেজিস্টার না থাকায় জরিমানা করা হয়েছে বলে স্বীকার করেছেন করাত কলটির মালিক মিজানুর রহমান। অভিযানে ঈদগাঁও থানা পুলিশ, ঈদগাঁও রেঞ্জ ও ফুলছড়ি রেঞ্জের বন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স’মিল মালিক জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট, টেক্স, ট্রেড ও ঠিকাদারী লাইসেন্স, স’মিলের আবেদন, স্টক ডিপোসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র আপডেট রয়েছে। তবে মালামাল প্রবেশ ও নির্গমনের ওয়ার্ড রেজিস্টার অসুস্থতার কারণ যথাসময়ে লিপিবদ্ধ করতে না পারায় জরিমানা গুনতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।