বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে ব্যাটালিয়ন সদরের আওতাধীন এলাকায় অসহায় দুঃস্থ ও গরীব শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সেক্টর কমান্ডার, রামু সেক্টর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অধিনায়ক,অন্যান্য অফিসারবৃন্দ,এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিজিবি ।
সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২