বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত বর্তি ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পুলিশ সুপার মো:শহীদুল্লাহ কায়সার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটেলিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফারুক হোসেন খাঁন, এবং ককসবাজার পুলিশ সুপার মো:রহসত উল্লাহ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন সীমান্ত চোরাচালান বন্ধে সকলের সহযোগীতা কামনা করি,দেশ সবার। দেশ ও দশের কল্যাণে সকলকে কাজ করতে হবে আন্তরিক ও নি:স্বার্থভাবে।