হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট দুই হাজার একশত পাঁচ পিস ও বিদেশি ১০ বোতল মদসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।
জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে বৃহস্পতিবার ০৯ জানুয়ারী রাত সাড়ে দশটায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপপরিদর্শক রতন চন্দ্র গোস্বামী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর গ্রামের সজল দাসের টিনের বসতঘরে ভিতরে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট দুই হাজার পিস,দশ বোতল বিদেশী মদসহ সজল দাস ও তার স্ত্রী সুবর্ণা রানী দাস (৩৯) নামে মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর গ্রামের মৃত মনমোহন দাসে’র ছেলে সজল দাস (৪২),ও তার স্ত্রী সুবর্ণা রানী দাস (৩৯)।,
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় গোপন সংবাদ ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর গ্রামের কাছন আলীর ভাড়াকৃত পশ্চিমমূখী গাড়ীর গ্যারেজের কালো রংয়ের পলি প্যাকেটে একশত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ জান্নাত বেগম আটক করা হয়েছে। সে আদাঐর ইউনিয়ন গোয়ালনগর গ্রামের কাছন আলীর মেয়ে মোছাঃ জান্নাত বেগম (২২),।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান জানান পৃথক দুটি মামলার আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।