যুব রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিটের আয়োজনে যুবসেচ্ছাসেবকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ জানুয়ারি) জেলা পরিষদ মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট এর ইউএলও নাসরিন আক্তার ফিতা কেটে দিনব্যাপী আয়োজন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন।পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন,মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুবস্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।রেড ক্রিসেন্ট যুবস্বেচ্ছাসেবকরা মানব সেবায় উদ্ধুদ্ব হয়ে দেশের সকল ক্রান্তিকালে অসহায় বিপদগ্রস্থ জনসাধারনের পাশে থাকে।মানুষের কল্যাণে আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিতে যুবসেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।আলোচনা সভায়,তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ,আত্মনির্ভরশীল ও উন্নত স্বনির্ভর জাতি গঠনে বান্দরবানের যুবসেচ্ছাসেবকরা অতীতের ন্যায় আগামীতেও অবদান রাখবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করা হয়।এসময় যুব রেডক্রিসেন্ট,বান্দরবান ইউনিট এর ইয়ুথ চিফ লিলি প্রু,ডেপুটি ইয়ুথ চিফ-১ ভার ময় কিম বমসহ দেড় শতাধিক যুবসেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।মিলনমেলা কে ঘিরে প্রীতিভোজ,ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেলার জনপ্রিয় কন্ঠশিল্পী সুরিৎ বড়ুয়া অপুর্ব।