শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২২ সদস্য বিশিষ্ট নয়া কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত নিউজের জেলা প্রতিনিধি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের ধারা জেলা প্রতিনিধি আবু তাহের।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এস ডি সোহেল রানা(স্টাফ রিপোর্টার দৈনিক মুক্ত বাংলা), সিনিয়র যুগ্ম-সম্পাদক পি কে এস দীপন (উপজেলা প্রতিনিধি দৈনিক কাল বেলা ), যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া শাহিন (জেলা প্রতিনিধি দৈনিক খবরের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ (জেলা প্রতিনিধি দৈনিক দেশের কন্ঠ), সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের সোহাগ (উপজেলা প্রতিনিধি আলোকিত প্রতিদিন), সোহেল রানা কোষাধ্যক্ষ (উপজেলা প্রতিনিধি দৈনিক ৭১ সংবাদ ) দপ্তর সম্পাদক সফিউল আজম তুহিন (ব্রক্ষপুত্র এক্সপ্রেস), প্রচার সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার (স্টাফ রিপোর্টার দৈনিক প্রথম বুলেটিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াদ আহমেদ সাব্বির (উপজেলা প্রতিনিধি দৈনিক দেশের কন্ঠ), আইন বিষয়ক সম্পাদক আবু হুরায়রা (উপজেলা প্রতিনিধি চ্যানেল ১১)।
নির্বাহী সদস্যগণ হচ্ছেন- এস এম সোহান (জেলা প্রতিনিধি দি ইন্ডিপেন্ডেন্ট) ফজলুল করিম লাকি (উপজেলা প্রতিনিধি দৈনিক প্রথম বাংলা) আমানুল্লাহ সিফাত (উপজেলা প্রতিনিধি দৈনিক মানববন্ধন), তানভীর আহমেদ (উপজেলা প্রতিনিধি দৈনিক মানব কন্ঠ), শাওন আহাম্মেদ (জেলা প্রতিনিধি ডেইলি নিউজ বাংলা ২৪), রাকিবুল ইসলাম (স্টাফ রিপোর্টার ৭১ সংবাদ), সুজন মিয়া (উপজেলা প্রতিনিধি ভোরের এস এস), আক্তারুজ্জামান (জেলা প্রতিনিধি দৈনিক বাস্তবায়ন), শাহিনুর রহমান হৃদয় (উপজেলা প্রতিনিধি দেশ প্রিয়) ও আরমান হক বিশাল (উপজেলা প্রতিনিধি দৈনিক দেশ প্রতিদিন)।
সবার বামে সভাপতি: মাসুদুর রহমান, মাঝে সাধারণ সম্পাদক: আবু তাহের,সবার ডানে সাংগঠনিক সম্পাদক: বিল্লাল হোসেন সোহাগ।