শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল সভাপতি শেখ তিতুমীর, সম্পাদক মোহাম্মদ ফিরোজ। শিবগঞ্জে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ পাঁচখাইন শীলপাড়া একতা সংঘের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন। উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় জয়পুরহাটের শিক্ষককে শোকজ যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিচ ইয়াবা নাইক্ষ্যংছড়িতে ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা, বাঙ্গালহালিয়াতে উদ্বোধন করা হলো স্বপ্ন বিলাস রেস্তোরাঁ। শেখ আব্দুর রাজ্জাক একাডেমীতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত ঈদগাঁওতে হিফজ শিক্ষার্থীদের সবিনা ও হিজাব প্রদান অনুষ্ঠিত

বাইশারীতে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান)সংবাদদাতাঃ
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

পার্বত‍্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ জানুয়ারি বিকাল ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বাইশরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মো: ছলিম উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী.চট্রগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সুযোগ্য সন্তান আলী আহমদ মাবরুর,বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার নায়েবে আমীর ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফজলুল হক, কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালের পরিচালক ডা, শাহ আলম, চট্রগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওলানা রফিক বসরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী,সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি বলেন, ‘বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে। ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি-মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এ ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক হিসেবে তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা দিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।’

সংবাদ প্রেরক, মাহমুদুল হক বাহাদুর,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) সংবাদদাতাঃ মোবাইল নং ০১৮২৩৯৬৯০৯৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 nctelevision.com
Developed by: A TO Z IT HOST
Tuhin