হবিগঞ্জের মাধবপুরে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টায় মাধবপুর থানার এএসআই আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর তেমুহনিয়া এলাকায় অভিযান চালিয়ে আদালত কর্তৃক ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত মো: বাবু খান কে গ্রেফতার করেন। সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মো: আহাদ খান এর পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মো: বাবু খান আদালত কর্তৃক করাত কল আইনের বিধিমালা ২০১২ সালের ৩(১) এবং ১২ ধরা মূলে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত হয়ে পলাতক ছিল। ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ প্রকৃয়াধীন আছে।