খুলনা মহনগরীর তেঁতুলতলা মোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে অর্ণব কুমার সরকার (২৬) নামে এক খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। সে সোনডাঙ্গা থানাধীন এলাকার বানরগাতী ইসলাম কমিশনার মোড় এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকার এর পুত্র। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অর্ণব শেখপাড়া তেঁতুলতলা মোড়ে চা পান করছিলেন। হঠাৎ ১০-১৫টি মোটরসাইকেলে আসা সশস্ত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ার পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে অর্নব নামে যুবক নিহত হয়েছে। সে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবি এ ছাত্র বলে জানায়। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কিছুই জানা যায়নি। বিষয়টি আরও নিশ্চিত করেছেন, এ বিষয় নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।