গায়েবী মামলায় আসামীর তালিকাদাতা ও যুবলীগ নেতা আবুল মনছুর আহমদকে আটক করেছে ঈদগাও থানার পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারী) ঈদগাঁও বাজারের বাঁশঘাটা থেকে তাকে আটক করা হয়।
আটক মনছুর ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপের খীল গ্রামের মৃত নূরুল হকের ছেলে। তিনি যুবলীগ ও আগে ছাত্রলীগের নেতা ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানান, ২০১২-১৩ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন চলাকালীন বিরোধী মত দমনে দায়ের হওয়া গায়েবী মামলায় আসামীর তালিকা করত এ মনছুর।
ঐতিহ্যবাহী ইউছুপের খীল সীরত মাহফিল কমিটির একাধিক সদস্য জানান, ২০১৩ সালের ১০ ডিসেম্বর ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটায় মাহফিল পরিচালনা কমিটির প্রস্তুতি বৈঠক চলছিল। এ সময় তৎকালীন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে তাদের ঘিরে ফেলে ও ১২ যুবককে আটক করে। অথচ তাদের বিরুদ্ধে কোন মামলা অথবা ওয়ারেন্ট ছিল না। সংশ্লিষ্টরা জানান, উপরোক্ত আবুল মনছুর “নাশকতার প্রস্ততি বৈঠক” চলছে বলে পুলিশকে ফোন করে নিয়ে যায়।
সেদিন ২/৩ টি গায়েবী মামলায় সন্ধিগ্ধ আসামী দেখিয়ে তাদের চালান দেয় মনজুর কাদের ভূঁইয়া ।
এ ছাড়াও আওয়ামী লীগ আমলে গায়েবী মামলায় নির্যাতিত অনেকেই বলেন, সে সময় আটক, ছাড় ও গায়েবী মামলা বাণিজ্যের মূল হোতা ছিল এ মনছুর।
ঈদগাঁও থানার ওসি মোঃ মছিউর রহমান বলেন, আবুল মনছুরকে ঈদগাঁও বাজার থেকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে ।