বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২ কোটি ৪১ লাখ টাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ অসমাপ্ত বিভিন্ন কাজের ভিত্তিপ্রস্তর
স্থাপন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় আল-মরকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ মহিলা মাদরাসা ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হোষ্টেলের অসমাপ্ত কাজ সমাপ্ত করণ, নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউসের মাঠ ভরাট, বাইশারী চাক হেড়ম্যান পাড়ায় আর সিসি রাস্তা নির্মাণ ও ক্রিংতুই মুরুং পাড়া হইতে আল্যেং ঝিরি পাড়া পর্যন্ত এইচ বিবি দ্বারা রাস্তার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর করেন
বান্দরবান জেলাপরিষদের সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য মংএচিং চাক,সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী , সেক্রেটারি মুহাম্মদ আবু নাছের,আল-মরকাজুল ইসলামিয়া দারু সুন্নাহ দাখিল মাদ্রাসার পরিচালক মওলানা জালাল উদ্দীন ফারুখী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সাধাসরণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর,ঠিকাদার হাবিবুর রহমান ভুঁইয়া,
রাশেদ প্রমূখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ-সময় জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার নায়েবে আমীর, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন কোন অবস্থাতে উন্নয়নের কাজে দুর্নীতি করা যাবে না যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় বিল বন্ধ করে দেওয়া হবে। সংবাদ প্রেরক, মাহমুদুল হক বাহাদুর,নাইক্ষ্যংছড়ি,মোবাইল নং-01823969099